মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > ফাব্রিগাসকে আনতে মরিয়া ম্যানইউ

ফাব্রিগাসকে আনতে মরিয়া ম্যানইউ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার সিসে ফাব্রিগাসকে দলে নেয়ার জন্য নতুন করে প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সোমবার ম্যানইউ ২৬ বছর বয়সী ফাব্রিগাসের জন্য ২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। এখন তারা আরও পাঁচ মিলিয়ন বাড়িয়ে ৩০ মিলিয়ন পাউন্ড করে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের ওপর ভার দিয়েছে বিষয়টি মিটমাট করার জন্য। জাপানের ইয়োকোহামায় এক সংবাদ সম্মেলনে দলের ম্যানেজার ময়েস বলেন, আমরা যতটুকু জানি যে, প্রথম প্রস্তাবের পর দ্বিতীয় প্রস্তাব নিয়ে এড কাজ করছে, আমি নই। যখন কোন ভাল খেলোয়াড়ের প্রতি আগ্রহ থাকবে তখন বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সব সুযোগই কাজে লাগানো উচিত। আমি আশা করি এ বিষয়টি বাস্তবতা পাবে। এই মুহূর্তে আমি কেবল বলতে পারি, ফাব্রিগাসকে পাওয়ার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এড।’
ফাব্রিগাস ফ্যাক্ট
আর্সেনালের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ২০০৩ এর অক্টোবরে লীগ কাপে রদারহ্যামের বিরুদ্ধে। সেদিন তার বয়স ছিল ১৬ বছর ১৭৭ দিন।
২০০৩ এ মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার লা মেসিয়া একাডেমি থেকে প্রশিণ নিয়ে আর্সেনালে যোগ দেন এবং এই দলের হয়ে ৩০৩টি খেলায় অংশ নিয়ে ৫৭টি গোল করেন।
ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের অধীনে প্রশিতি হয়ে ২০৮৮ সালে তিনি আর্সেনালের অধিনায়ক নির্বাচিত হন। ২০১১ সালের আগস্টে তিনি ২৫.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পাঁচ বছরের জন্য বার্সেলোনায় যোগ দেন।
২০০৫ এর এফএ কাপে আর্সেনালের যে দল পেনাল্টি শুটে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল সেই দলে ছিলেন ফাব্রিগাস। সেটিই ছিল আর্সেনালের শেষ ট্রফি।
ফাব্রিগাস যোগ দেয়ার পর বার্সেলোনা ২০১১-১ তে কোপা ডেল রে ও ২০১২-১৩ মওসুমে লা লিগা শিরোপা জেতে। দুই মওসুমে তিনি ৯৬টি খেলায় অংশ নিয়েছেন যার মধ্যে ৬০টি লীগে। তবে তিনি খুব কমই তার নির্ধারিত জায়গা মিডফিল্ডে খেলতে পেরেছেন। ২৯ বছর বয়সী ইনয়েস্তা ও ৩৩ বছর বয়সী জাভি সবসময়ই তার চেয়ে বেশি সুযোগ পেয়ে থাকে। স্পেনের পে ৮৩টি খেলায় অংশ নেন যার মধ্যে ২০১০ বিশ্বকাপ ও ইউরো কাপের দুটি শিরোপা জয়ও রয়েছে।