শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ফার্মগেট-কারওয়ান বাজারে যান চলাচল অনেকটা স্বাভাবিক

ফার্মগেট-কারওয়ান বাজারে যান চলাচল অনেকটা স্বাভাবিক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। তবে এ হরতালের মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকতে দেখা গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার ও ফার্মগেট ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে অন্য সময়ের তুলনায় বাস, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল অনেকটা স্বাভাবিক চলাচল করছে। তবে সকাল সোয়া ৯টার পর যানবাহন কম চলতে দেখা গেছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।