শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা অপরিহার্য

ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা অপরিহার্য

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা ইসরাইলের জন্য অপরিহার্য। তিন বছর ধরে স্থগিত থাকা শান্তি আলোচনা শুরুর ব্যাপারে দু’পই একমত হওয়ার পর নেতানিয়াহু একথা বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের কৌশলগত স্বার্থেই শান্তি প্রক্রিয়ার আলোচনা অব্যাহত রাখা অপরিহার্য। আমাদের এবং ফিলিস্তিনের মধ্যে যে দ্বন্দ্ব বিরাজ করছে সেটার ইতি টানা অত্যন্ত জরুরি। বিশেষ করে ইরান ও সিরিয়ার কাছ থেকে আমাদের যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু আরও বলেন, শান্তি আলোচনা থেকে তিনি দুটি ল্য দেখতে পাচ্ছেন। তিনি বলেন, এর একটি হচ্ছে ভবিষ্যতে ইহুদি রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন দ্বিজাতি রাষ্ট্র প্রতিহত করা এবং সীমান্তের মধ্যেই ইরানের মদদপুষ্ট আরেকটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিহত করা। বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন, ইসরাইলের নিরাপত্তার দাবি এবং এর মূল স্বার্থের ব্যাপারে আমি বেশি জোর দেবো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার রাতে বিবৃতি দেয়ার পর প্রতিক্রিয়া হিসেবে নেতানিয়াহু একথা বলেছেন। শনিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন, সরাসরি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে বাধা দূর করতে ইসরাইল ও ফিলিস্তিনের আলোচকরা সম্মত হয়েছেন। পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে ২০১০ সালে দু’পরে শান্তি আলোচনা ভেঙে গিয়েছিল। এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুকে ইসরাইলের আইনমন্ত্রী এবং শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী জিপি লিভনি বলেছেন, শান্তি আলোচনার জন্য কোন পূর্বশর্ত আরোপ করা হয়নি। সবকিছুই আলোচনার টেবিলে থাকবে। এর মধ্যে ১৯৬৭ সালের সীমানা এবং পূর্ব জেরুজালেমের বিষয়ও থাকবে। এছাড়া শনিবার ইসরাইলের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইয়ুভাল স্টেইনিটজ বলেছেন ইসরাইলের কারাগার থেকে সীমিত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, সীমিত সংখ্যক বন্দি মুক্তির মধ্যে বেশ কয়েকজন বড় ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত আসামিও রয়েছেন। এরা ৩০ বছর পর্যন্ত ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন। ইসরাইলের মানবাধিকার সংগঠন বি’ট সালেমের হিসাবে মতে সেখানে কমপে ৪৭১৩ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদের মুক্তির দাবি ছিল শান্তি আলোচনা বহাল রাখতে ফিলিস্তিনের অন্যতম প্রধান শর্ত। এদিকে আরেক ইসরাইলি কর্মকর্তা বলেছেন সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়ার আগে কোন বন্দিকে মুক্তি দেযা হবে না।
শান্তি আলোচনার েেত্র ফিলিস্তিনিরা কতটা আন্তরিক সেটার ওপরই বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেছেন।