শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > ফের আগুন পুরান ঢাকায়, নিহত ১

ফের আগুন পুরান ঢাকায়, নিহত ১

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার এক শ্রমিক নিহত ও সাত শ্রমিক আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতের নাম সাব্বির হোসেন (২২)। আহতরা হলেন মো. বাবু (২২), মো. জরিপ (১৬), মো. উজ্জ্বল (২০), দিপু (১৩), সোহেল (২১), সেন্টু (৩৪) ও রুবেল (২৪)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ বাবু জানান, ইসলামবাগের ৬৫ নম্বর শিকদার প্লাস্টিক কারখানার তিনতলা ভবনের ছাদে টিন দিয়ে ঘেরা ঘরের ভেতর ওই ৮ শ্রমিক জুতার সোল তৈরির কাজ করছিলেন। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ওই টিনের ঘরের বেড়ায় লাগানো বৈদ্যুতিক মিটারের বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিত্সক জানান, অগ্নিদগ্ধ বাবু ও জরিপের শরীরের ৩০ শতাংশ, উজ্জ্বলের ১৯ শতাংশ, রুবেলের ৬০ শতাংশ, সেন্টুর ২৪ শতাংশ, সোহেলের ২১ শতাংশ এবং দিপুর ৯০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে দিপু ও রুবেলের বাঁচার সম্ভাবনা  খুবই কম।

চকবাজার থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে সাব্বির হোসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আহতাবস্থায় উদ্ধার করা হয় সাত শ্রমিককে। আগুনের সংবাদে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে পালিয়ে আত্মরার চেষ্টা করেন। ওই জুতার কারখানার মালিকের নাম মুরাদ হোসেন। সেখানে জুতার সোল তৈরি করা হতো।

ফায়ার সার্ভিসের সদর দফতর সূত্র জানায়, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।