শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামানুসারে প্রতিষ্ঠিত বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
১ম দিনের ক্রীড়া অনুষ্ঠানে বিদালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, এ বিদ্যালয়টি আমাদের মহান নেতা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের নামে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেউ ইভটিজিং করলে শিক্ষককে জানানোর আহ্বান করেন। ইভটিজিংকারীদের আইনের আওতায় আনা হবে। কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মফিজ উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সরকার, শফিকুল ইসলাম, প্রাক্তন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, আঃ রাজ্জাক প্রমুখ।