শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা পেতাম না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা পেতাম না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মার্চ মাস স্বাধীনতার মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ স্বাধীনতা পেতাম না। ৩০ লক্ষ শহীদ ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। তাদের আত্মার মাগফারাত কামনা করছি। গাজীপুর থেকে ১৯ শে মার্চ প্রথম প্রতিরোধ শুরু করেছিল। তারই জ্বলন্ত প্রমাণ আপনাদের চান্দনা চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য। এ ছাড়া তিনি চান্দনা স্কুল ও কলেজের বহুতল ভবন নির্মাণের আশস দেন। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ আয়োজিত বুধবার আন্ত-হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল এ কথা বলেন।

গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চান্দনা স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান।