শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন: আইজিপি

বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন: আইজিপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন। আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি হচ্ছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধুই আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে বিশে^র মানচিত্রে বাংলাদেশের পরিচিত তুলে ধরেছেন। ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন।

আজ বুধবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক গাজীপুর পুলিশ লাইন্সের সামনে ভার্চুয়ালি ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি পুলিশ হেডকোটার্স থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন। ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক মো: হাবিবুর রহমান ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিগণ ও ডিআইজিগণ। গাজীপুর অংশে সভাপতিত্ব করে গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার স্বাগত বক্তব্য রাখেন। গাজীপুর অংশে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জিহাদুল কবির, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের গতিধারায় দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের আদর্শ হিসেবে বিশ^ দরবারে পরিগনিত হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হতে চলছি।

চেতনায় স্বাধীনতা ভাস্কর্যটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। এর মাঝখানের বেদিতে সবার উপরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। নিচে দুই সারিতে রয়েছে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে।

বেদির দু’পাশে চারটি করে মোট আটটি ফলক রয়েছে। এ ফলকগুলোতে যথক্রমে ৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ৫৪-এর যুক্ত ফ্রান্ট নির্বাচন, ৫৬-এর রাষ্ট্রভাষা স্বীকৃতি, ৫৮-এর সামরিক অপশাসন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সচিত্র ঘটনাবলী ফুটিয়ে তোয়া হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহারের পরিকল্পনায় এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।