শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ মহড়া শুরু

বঙ্গোপসাগরে বাংলাদেশ-ভারত যৌথ মহড়া শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট) এর অংশগ্রহণে আজ শনিবার শুরু হয়েছে যৌথ টহল ও দ্বিপাক্ষিক মহড়া। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই যৌথ মহড়া কাল পর্যন্ত চলবে।

মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ প্রত্যয় ও আবু বকর এবং একটি এমপিএ যোগ দেয়। অপর দিকে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং একটি এমপিএ অংশ নেয়। সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানব পাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে এ যৌথ টহল ও মহড়া। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম এ মহড়া। আইএসপিআর।