শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বদির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

বদির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : কক্সবাজার ৪ আসনের সাংসদ আব্দুর রহমান বদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে সতর্ক করে তাকে এ জামিন দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বদির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এএস হাসান আরিফ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের দায়ের করা ২০০৯ সালের এক মামলায় সম্প্রতি বদিকে ছয় মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে দুদক বদির সেই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করেন। তখন চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রেখে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক