শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > বলিউডে আরেক দক্ষিণা ঝড়

বলিউডে আরেক দক্ষিণা ঝড়

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ যদিও ফিল্ম লাইনে ঘোরাফেরাটা বেশ আগে থেকে। ক্যারিয়ারে যোগ হয়েছে একটা তামিল, একটা কানাড়াসহ ১৬টি তেলেগু ছবি। চাট্টিখানি কথা নয়। আর সেই আঠারো ছবির অভিজ্ঞতার আলোকে জনপ্রিয় এ তেলেগু অভিনেত্রীর ডাক পড়ল বলিউডে।

কিন্তু অভিনয়ের সুযোগ আর জবরদস্ত হালের দু’জন ক্রেজের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে জিতে নিয়েছেন বছর সেরা নবাগতার পুরস্কার। শুধু নবাগতা নয়, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের ২০১২ সালের সেরা পার্শ্ব অভিনেত্রীর তকমাটাও জুড়ে নেন নিজের নামের সঙ্গে।

হ্যাঁ, তিনি ইলিনা ডি’সুজা। ‘বরফি’র সাফল্য দিয়ে যার সফল পথচলা বলিউডে, এখন চলতি সময়ে ভীষণ ব্যস্ততা সামনের দিনগুলোকে ঘিরে। আগামীকালই যার একটা ঝলক আবার দর্শনে মিলবে শহীদ কাপুরের প্রতীক্ষিত কমেডি ‘ফাটা পোস্টার নিকলা হিরো’র পর্দায় এবং যথার্থই চরিত্রগত বেশ বড় একটা পার্থক্য লক্ষ্য করবেন এবার দর্শক ইলিনার মাঝে এ ছবিতে।

ছবির প্রতিটা সিকোয়েন্স থেকে শুরু করে গানগুলোতে শহীদ কাপুরের সঙ্গে তাল মেলাতে গিয়ে পেন্সিল হিলের সঙ্গে মোটামুটি যুদ্ধ ঘোষণা করতে হয়েছে তাকে। পুরোদস্তুর ব্যস্ততা যাচ্ছে দেশজুড়ে ‘ফাটা পোস্টার’-এর প্রচারণার কাজে শহীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে।

ইলিনার বচনে বললে, ‘একদিকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে মজার মানুষ রাজকুমার সন্তোষী। অন্যদিকে সহশিল্পী শহীদ। এ দুইয়ের যে কম্বিনেশন, তাতে করে মুখ বুজে খানিকটা ক্ষণ বসার জো নেই। এখন পর্যাপ্ত দর্শক আমার কাছে যতটুকু প্রত্যাশা করে, তার ধারকাছ দিয়েও যদি যেতে পারি তবে আমি নিজেকে সফল বলে ভাবব।

’ শুধুই কি আর ভারত। হিন্দি সিনেমার ব্যবসা আছে এমন জায়গা একটিও প্রচারণার বাইরে রাখবেন না সন্তোষী আর ছবির প্রযোজক রমেশ তৌরাণী। আর তাই ব্যাগ-বোচকা নিয়ে ইলিনাকেও ছুটতে হয়েছে দুবাইতে। শুধু কি আর এ ছবির প্রচারণা। হাতে আছে শুটিং চলা আরও দুটো সিনেমা।

গত বছর থেকে শুরু করে এ বছর পর্যন্ত যে বার্ষিক একটা ছবির ধারা সেটাকে ভেঙে আগামী বছর সে সংখ্যাটাকে দুইয়ে উন্নীত করে যোগ দিয়েছেন পতৌদি নবাব সাঈফ আর কক্লি কোয়েচলিনের সঙ্গে ‘হ্যাপি অ্যান্ডিং’ ছবিতে।

মার্চে মুক্তি পাবে বলে আশা করা ‘হ্যাপি অ্যান্ডিং’-এর ঠিক এক মাস পরই আবার বক্স অফিসে হামলা চালানোর পরিকল্পনা ইলিনার একতা কাপুরের ‘ম্যায় তেরা হিরো’ ছবির মাধ্যমে।

সব মিলিয়ে দক্ষিণ ছেড়ে মধ্যভারতে ক্যারিয়ারের শুরু থেকেই জেঁকে বসা ইলিনা খুব একটা সময় নেবেন না হিন্দি সিনেমার জগতে পুরোপুরি চেনা মুখ হতে, সেটা অন্তত তার সিনেমাটিক অগ্রযাত্রা দেখলেই সহজে বোধগম্য হয়।