শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বাংলাদেশি ট্রলারে বিজিপির গুলি, নিহত ৬

বাংলাদেশি ট্রলারে বিজিপির গুলি, নিহত ৬

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) গুলিতে অন্তত ছয় বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচজনসহ তিন শতাধিক বাংলাদেশি ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। এ সময় বিজিপি সদস্যরা ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচজন নিহত হয়েছে বলে ট্রলারে থাকা যাত্রী নরসিংদীর মিথুন রাইজিংবিডিকে ফোনে নিশ্চিত করেছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।
অন্যদিকে, ট্রলারে বিজিপির গুলির বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার কাজী হারুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্তে মালয়েশিয়াগামী বাংলাদেশিদের ট্রলারকে লক্ষ্য করে বিজিপি গুলি নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন নিহতের খব শুনেছি। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানান তিনি।