শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > বাংলাদেশী দুই শিশুকে আটক করে থানায় সোপর্দ করেছে বিএসএফ

বাংলাদেশী দুই শিশুকে আটক করে থানায় সোপর্দ করেছে বিএসএফ

শেয়ার করুন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ॥ ভূরুঙ্গামারীর তিলাই সীমান্ত থেকে আটক করে দুই বাংলাদেশী শিশুকে ভারতীয় থানায় সোপর্দ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আটক দুই শিশু হলো- নাগেশ্বরী উপজেলার আব্দুর রহমানের ছেলে মনসুর (১২) ও আফজাল হোসেনের ছেলে রবিউল (১০)। তবে তাদের গ্রামের ঠিকানা নিশ্চিত করতে পারেনি বিজিবি। গত শনিবার রাতে তাদের আটক করা হয়।
পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র প্রেরণ করলেও জবাব না দিয়ে তাদের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন অপরাধে রোববার বিকেলে ভারতের স্থানীয় থানায় সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছে দিয়াডাঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার ইমরান নিজামী।
সীমান্তবাসী সূত্রে জানায়, ওই দুই শিশুকে ভারতের তুফানগঞ্জ এলাকার আফসার আলী নামক এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে এসে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের সময় মধ্যবালাভুত ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় পাচারকারী আফসার আলী পালিয়ে যায়।