শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি ফের বলছি, বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই।
দুইজন বিদেশী নাগরিক হত্যায় আইএসের সংশ্লিষ্টতা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার সচিবালয়ে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে আমাদের বন্ধুপ্রতিম দেশের দুজন নিরীহ লোককে হত্যা করা হয়েছে। মূলত দেশকে অস্থিতিশীল করার জন্যই এসব কার্যক্রম।
শিগগিরই দুই বিদেশী নাগরিক হত্যার রহস্য উন্মোচন হবে দাবি করে মন্ত্রী বলেন, কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
সারা দেশের বিদেশীদের নিরাপত্তায় পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীতে ইতালিয় নাগরিক এবং গতকাল শনিবার রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি গোষ্ঠীটি এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও এক টুইট বার্তায় হুশিয়ারি দিয়েছে। কোনিও হত্যাকাণ্ডের পর শনিবার রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।