শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > বাংলাদেশে ১০৮ নেপালী পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল

বাংলাদেশে ১০৮ নেপালী পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: নেপালের ১০৮টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে বাংলাদেশ। বিনিময়ে বাংলাদেশের ৫০টি পণ্য হিমালয়ের দেশ নেপালে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল।

ঢাকায় ১১ ও ১২ মে অনুষ্ঠিত সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে পরস্পরকে উপর্যুক্ত পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ার বিষয়ে একমত হয় নেপাল ও বাংলাদেশ।

বৈঠকে নেপালের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাইন্দ্র প্রসাদ উপাধ্যায়া। অন্যদিকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ বাণিজ্য সচিব হেদায়েদউল্ল্যাহ আল-মামুন।

এর আগে নিজ নিজ দেশে বৈঠক করে কোন কোন পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেয়া হবে তা ঠিক করেছিল ঢাকা ও কাঠমান্ডু।

নেপাল থেকে যেসব পণ্য বাংলাদেশে আসবে তার মধ্যে পনির, রডোডেনড্রন (একজাতিয় চির সবুজ ফুল), এবং এর রস, মধু, মসুর ডাল, বাঁধাকপি, স্ট্রবেরি, চাল, আনারস, ভোজ্য তেল, এবং কাঁচামড়া ইত্যাদী।

আর বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপালে যাবে তার মধ্যে তামাক, আলু চিপস, টমেটো সস, তৈরি পোশাক, ব্যাটারি, বিস্কুট, সিমেন্ট এবং অন্যদের মধ্যে প্লাস্টিক পণ্য ইত্যাদি।