শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > রোহিঙ্গা প্রত্যাবাসনে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সই হওয়া সম্মতি চুক্তির আওতায় ৩০ সদস্যের যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ওয়ার্কিং গ্রুপে থাকছে উভয় দেশের ১৫ জন করে সদস্য।

আজ (মঙ্গলবার/১৯ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টা থেকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো- এর নেতৃত্বে বৈঠকে এ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্তত ৮টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।

গতকাল সোমবার সন্ধ্যায় এ বৈঠকে অংশ নিতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।

এর আগে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি অ্যারেঞ্জমেন্ট সই হয়। তার আলোকে তিন সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে।