শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > বাঘের ভয়ে ৫ দিন গাছে

বাঘের ভয়ে ৫ দিন গাছে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ ুব্ধ বাঘের ভয়ে গাছের ওপর পাঁচ দিন ধরে আটকে থাকা পাঁচ ব্যক্তিকে উদ্ধারকারীরা উদ্ধার করেছেন। প্তি বাঘগুলো গাছের নিচে পাঁচ দিন ধরেই তাদের ঘিরে রেখেছিল। এতদিন তারা গাছের ওপর বৃষ্টির পানি পান করেই বেঁচে ছিলেন। তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি অবশ্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, ২৮ বছর বয়সী নিহত ব্যক্তিটি সঙ্গীদের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু তার আশ্রয় নেয়া ডালটি ভেঙে যাওয়ায় তিনি নিচে পড়ে যান। বিরল এ ধরনের কাঠের খোঁজে ছয়জনের দলটি গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সংরতি মাউন্ট লেউসার ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। নিজেরা খাবার জন্য ফাঁদ পেতে তারা একটি হরিণ ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু হরিণের বদলে একটি বাঘের বাচ্চা তাদের ফাঁদে আটকা পড়ে। এতে ব্যাঘ্র শাবকটির মা প্তি হয়ে সেখানে উপস্থিত হয় এবং আরও বেশ কিছু পশুও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর তারা গাছে নিরাপদ উঁচুতে উঠে মোবাইলের মাধ্যমে গ্রামবাসীকে তাদের বিপদের কথা জানান। তিন দিন চেষ্টার পর গ্রামবাসী তাদের সন্ধান পান। এবং তাদেরকে উদ্ধার করতে সেনা সদস্য, পুলিশ, বন্যপ্রাণী অধিকার রাকারী এবং তিনজন পশু প্রশিককে নিয়ে একটি উদ্ধারকারী দল তৈরি করেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি বাঘ সেখান থেকে সরে গিয়েছিল পরে পশু প্রশিকরা বাকিদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। এরপর সেখান থেকে পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়।