বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বাজার নিয়ে দ্বন্দ্ব ॥ কামরুল গ্রুপের হামলায় হাজি সেলিমের কর্মীর মৃত্যু

বাজার নিয়ে দ্বন্দ্ব ॥ কামরুল গ্রুপের হামলায় হাজি সেলিমের কর্মীর মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাজার নিয়ে দ্বন্দ্বে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কর্মীদের হাতে সংসদ সদস্য হাজি সেলিমের আহত কর্মী সাবু হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।

দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সাবু হোসেন পেশায় ব্যবসায়ী ছিলেন।

গত শুক্রবার দুপুরে আজিমপুর ছাপড়া মসজিদ রোডে সাবুকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিনের কর্মী-সমর্থকরা।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে আজিমপুর ছাপড়া মসজিদ রোডের একটি বাজার উঠিয়ে দেন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। এ ঘটনা নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শুক্রবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের তোতা, মফিজ ও পচা আলমসহ কয়েকজন সাবুর ওপর হামলা চালায়। তাকে এলাপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।