শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > বিনোদন > বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন

বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে তাজিনের গোসল শেষে তার মরদেহ উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে রাখা হয়। সেখান থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।

জানা গেছে, বুধবার (২৩ মে) বাননী কবরস্থানে বাবার কবরে তাজিন আহমেদকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিল্পীসংঘের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দ বাড়ি শুটিং স্পটে রাখা হয় তাজিন আহমেদের মরদেহ। সেখানে তার সহকর্মী ও শোবিজ অঙ্গনের অনেকেই তাকে শেষ বারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত মরদেহ এখানেই রাখা হবে। এরপর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হবে।’