শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বাম নেতাদের হজ নিয়ে খালেদার উপহাস

বাম নেতাদের হজ নিয়ে খালেদার উপহাস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাম নেতাদের হজ নিয়ে খালেদার উপহাস বাম নেতাদের হজ নিয়ে খালেদার উপহাস ওহঁ সবহড়হ কযধষবফধব্রাহ্মণবাড়ীয়া: বামপন্থি দলগুলোর নেতারা যারা হজে গিয়েছেন কিংবা যাবেন তাদের নিয়ে উপহাস করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘জীবনে কোনোদিন পশ্চিম দিকে সেজদা করেছেন কি-না সন্দেহ আছে। যাক তওবা করে যদি শেষমেষ ভালো হয়, তাহলেই ভালো।’

মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়ীয়ায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে দুপুর ২টা ২০ মিনিটে অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এ জনসভা শুরু হয়।

খালেদা জিয়া বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার এখতিয়ার নেই। এদের হাতে আপনাদের রক্ত তাই এদের মাফ করা যায় না। ভবিষ্যতে এগুলো মনে রাখবেন। তখন তারা ভদ্রবেশে ছদ্মবেশে হিজাব আর তজবি হাতে আসবে।’

তিনি বলেন, ‘এই সরকারের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগের ওপর কোনো ধর্মের মানুষের আস্থা নেই। এদের কাছে দেশ কিংবা মানুষ বড় নয়, তাদের কাছে বড় টাকা আর ক্ষমতা।’

উল্লেখ্য, দুই বাম নেতা বর্তমান সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু এবার হজে যাচ্ছেন। এর মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ব্যক্তিগত উদ্যোগে হজে যাচ্ছেন। স্ত্রীসহ ২৭ সেপ্টেম্বর তিনি হজে যাবেন, ফিরবেন ১৪ অক্টোবর।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায়। রাশেদ খান মেনন সৌদি আরবে হজ ব্যবস্থাপনার কাজেও অংশ নেবেন। বাংলামেইল২৪ডটকম