শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > বার্নাব্যুতে জিদানের প্রথম পরীক্ষা

বার্নাব্যুতে জিদানের প্রথম পরীক্ষা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: জিনেদিন জিদান সান্তিয়াগো বার্নাব্যুতে কোচের দায়িত্ব নিয়েছেন ক’দিন আগেই। সেই দায়িত্ব গ্রহণের মাঠের চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। শনিবার রাতে দিপার্তিভো লা করুনার বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঠে নামছে রিয়াল। রাফায়েল বেনিতেজকে বরখাস্তের পর দায়িত্ব পাওয়া জিদানের অধীনে এটিই রিয়ালের প্রথম ম্যাচ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বার্নাব্যুতে সঙ্গে জিদানের সম্পর্কটা দীর্ঘ সময়েরই। দেড় দশক আগে খেলোয়াড় হিসেবে যাত্রা করেন রিযালে। ২০০১ সাল থেকে ক্লাবটিতে খেলেছেন পাঁচ বছর। ২০০৬ সালে খেলোয়াড়ী জীবন শেষ করেন। তিন বছর আগে রিয়ালে ফিরেছিলেন কার্লো আনচেলত্তির সঙ্গে সহকারি কোচ হিসেবে। এক বছর কাজ করার পর রিয়ালের ‘বি’ টিমের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। এবার রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর ক্লাবটির প্রধান কোচের দায়িত্বই পেয়েছেন সাবেক এই ফরাসি ফুটবল তারকা।

উভয় দল ১৮টি করে ম্যাচ খেলেছে। যেখান থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। আর ২৭ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান লা করুনার। এই ম্যাচকে সামনে রেখে দলের সবাই কঠোর পরিশ্রম করছে বলে জানান জিদান। তিনি বলেন, ‘খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। তারা কিছু বিষয়ে পরিবর্তন চায়। আমরা অনুশীলনে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। অনেকেই অনেক কথা বলছেন। তবে যারা স্টেডিয়ামে এসে খেলা দেখেন তারাই বুঝবেন দল ভালো খেলছে এবং জয় পাচ্ছে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদের মতো দলের কোচ হয়েছেন। বিষয়টি সত্যি রোমাঞ্চকর। তাই ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না জিদান। তিনি বলেন, ‘সত্যি এটা দারুণ। আমি খুব খুব খুব খুশি। আমরা প্রস্তুত। আমি নিশ্চিত এই ম্যাচে আমরাই জিতব।’