শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > বার্লিনে প্রকাশ্যে খোলা আকাশের নীচে যৌন মিলন বাড়ছে

বার্লিনে প্রকাশ্যে খোলা আকাশের নীচে যৌন মিলন বাড়ছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গ্রীষ্মের প্রথম প্রখর সূর্যোদয়কে বার্লিনবাসী মনে করেন সবুজ সংকেত। এসময় বার্লিনবাসী যৌন মিলন সারেন প্রকাশ্যে খোলা আকাশের নীচে।

এই ধারা ক্রমশই বাড়ছে। আর এই কাজে স্থান বিবেচনার েেত্র তাঁদের কোনো বাছবিচার নেই। পার্ক, রাস্তা, পার্কিং-এর জায়গা, নদীর পাড়, বাগান, এমনকি বাড়ির ছাদ – যেখানে সম্ভব সেখানেই শুয়ে পড়ছেন তাঁরা।

এ বছর অবশ্য বার্লিনে গ্রীষ্ম একটু দেরিতে শুরু হয়েছে৷ ব্যাপক বৃষ্টিপাত এবং হঠাৎ ঠান্ডার জন্য এই পরিস্থিতি৷ তা সত্ত্বেও খোলা আকাশের নীচে যৌন কার্যক্রম শুরু হয়ে গেছে পুরোদমে। বিষয়টি এত তীব্র আকার ধারন করছে যে শহর কর্তৃপও উদ্বিগ্ন।

জার্মান পত্রিকায় প্রকাশিত তথ্য অনযায়ী, ২০১২ সালে মুক্ত পরিবেশে সঙ্গমে অংশ নেওয়া ২৩৯ ব্যক্তিকে জরিমানা করেছে পুলিশ৷ গড়ে তাঁদের দেড়শো ইউরো করে জরিমানা করা হয়েছে৷ আগের তিন বছরের তুলনায় জরিমানার এই হার প্রায় দ্বিগুন৷

বার্লিনের সবচেয়ে বড়, বিখ্যাত বাগানটি হচ্ছে ‘টিয়ারগার্টেন’ এবং সবচেয়ে জনপ্রিয় ‘ট্রেপটাওয়ার পার্ক’৷ মুক্ত পরিবেশে শারীরিক মিলনের জন্য এই দু’টি জায়গাই বার্লিনবাসীর সবচেয়ে পছন্দ৷ টিয়ারগার্টেনের একটি অংশে মিলনে আগ্রহীদের ভিড় এত বেশি যে সেখানে পুলিশ বিশেষ নজরদারি ব্যবস্থা চালুতে বাধ্য হয়েছে৷