বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপারের মৃত্যু

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপারের মৃত্যু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। নিহত নুরুল ইসলাম বাসের হেলপার ছিলেন।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন শ্রমিক ইউনিয়ন গাজীপুর জেলার সহ-সভাপতি আবুল হোসেন জানান, দুপুর ২টার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি ইউটার্ন নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই হেলপার নুরুল ইসলাম মারা যান। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে।