মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > বাস ট্রেনের অগ্রিম টিকিট ২৫ ও ২৬ জুলাই থেকে

বাস ট্রেনের অগ্রিম টিকিট ২৫ ও ২৬ জুলাই থেকে

শেয়ার করুন

টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতর উপলে বেসরকারি বাস সার্ভিসের আগাম টিকিট ২৫ জুলাই থেকে বিক্রি শুরু হবে। সরকারি বাস সার্ভিস বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু হবে ১ আগস্ট থেকে। ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ২৬ জুলাই থেকে এবং ১ আগস্ট থেকে বরিশাল-ঢাকা নৌরুটের ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে । কালোবাজারির কারণে টিকিট যেন সোনার হরিণে পরিণত না হয়, সে জন্য এবার আগে থেকেই সতর্ক থাকবে যোগাযোগ মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ ছাড়া স্পেশাল টাস্কফোর্সও কাজ করবে। রেলমন্ত্রী মুজিবুল জানান, কোনোভাবেই যেন ট্রেনের টিকিট কালোবাজারি না হয়, সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কালোবাজারি রোধে মনিটরিং কমিটি কাজ করবে। ঈদ উপলে উত্তরাঞ্চল ও দণি-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে ঈদের আগাম টিকিট দেয়া হবে। গাবতলী টার্মিনালসহ বেশ কয়েকটি কাউন্টার থেকে পরিবহণ সার্ভিসগুলো আগাম টিকিট বিক্রি করবে। বেসরকারি গণপরিবহণের আগাম টিকিটের ব্যাপারে জানতে চাইলে ঢাকা বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম আলী খবির চান জানান, প্রাথমিকভাবে ২৫ জুলাই থেকে বাসের আগাম টিকিট দেয়ার পরিকল্পনা করেছেন তারা। দু’একদিনের মধ্যে সভা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিআরটিসি বাস: এবারও ঈদুল ফিতর উপলে বিআরটিসি ‘ঈদ সেবা সার্ভিস’ চালু করবে। নিয়মিত সার্ভিস ও ঈদ স্পেশাল সার্ভিসের আগাম টিকিট ১ আগস্ট থেকে বিক্রি শুরু হবে। বিআরটিসির নির্ধারিত কাউন্টার থেকে এই টিকিট কেনা যাবে। ঈদ স্পেশাল সার্ভিস ৪ আগস্ট শুরু হবে। ঈদের পর তিন দিন পর্যন্ত এ সেবা দেবে বিআরটিসি। এদিকে আসন্ন্ ঈদকে সামনে রেখে আগামী পহেলা আগস্ট থেকে শুরু হচ্ছে বরিশাল-ঢাকা নৌরুটের ঈদ স্পেশাল সার্ভিস। ১৩টি লঞ্চ দিয়ে পরিচালিত বিশেষ এ সার্ভিস চলবে ১৮ আগস্ট পর্যন্ত।