বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > ‘বিএনপির জন্য পরিবেশ কখনোই ভালো ছিল না, থাকবেও না’

‘বিএনপির জন্য পরিবেশ কখনোই ভালো ছিল না, থাকবেও না’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
‘দেশের পরিবেশ এখনও নির্বাচনের অনুকূলে নয়’-বিএনপির তরফ থেকে এমন অভিযোগের জবাবে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা বলেছেন, তাদের জন্য নির্বাচনী পরিবেশ কখনোই ভালো ছিল না, থাকবেও না।

সোমবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি একথা বলেন।

ইলিয়াস মোল্লা বলেন, ‘স্বাধীনতার পর থেকেই তারা দেশের পরিবেশ কখনও ভালো দেখেনি। তারা আব্দুর রহমান, বাংলা ভাইয়ের মতো সন্ত্রাসীদের জন্মদাতা। দেশের কোনো উন্নয়নই তারা ভালো চোখে দেখে না ‘

‘সরকারদলীয় এমপিরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে’-এমন অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আইনকে শ্রদ্ধা করি। আমাদের কোথাও কেউ আচরণবিধি লঙ্ঘন করেনি।’

ঢাকা-১৬ আসনে জাতীয় পার্টির একজন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী-এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী জানতে চাইলে ইলিয়াস মোল্লা বলেন, ‘আমরা এক ও অভিন্ন।’

তিনি বলেন, ‘আমি ইলিয়াস মোল্লা সংসদ সদস্য হতে চাই না। আমি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমার জায়গায় অন্য যে কাউকে দিলে আমি তাকে সহযোগিতা করতাম। ১০ বছর মানুষের সেবা করেছি, তাদের আশ-প্রত্যাশা পূরণ করেছি, জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট (শতভাগ) নিশ্চিত।’

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে ঢাকা-৪ থেকে ঢাকা ১৮ আসনের মোট ১৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে ১১২ জন প্রার্থী উপস্থিত হয়ে এবং বাকিরা তাদের মনোনীত সমর্থক দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রতীক বুঝে নেন। দুপুর সোয়া ১টার দিকে প্রতীক নিতে আসেন ইলিয়াস উদ্দিন মোল্লা।