শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলনে দুই কোরিয়ার বৈঠক

বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলনে দুই কোরিয়ার বৈঠক

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের জন্য বৈঠক করেছেন। শুক্রবার (২২ জুন) উত্তর কোরিয়ার পর্যটন এলাকা মাউন্ট কুমগ্যাংয়ের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

আগস্টে উভয় দেশের সাধারণ ছুটির দিনে পুনর্মিলনের আয়োজন করা হবে বলে গত এপ্রিলে প্রতিনিধিরা সম্মত হন।

উত্তর কোরিয়ার প্রতিনিধি পাক ইয়ং আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, পারস্পরিক সহানুভূতি ও বিশ্বাসের মাধ্যমে আমাদের সর্বোচ্চ ভালো ফলাফলের জন্য চেষ্টা করা উচিৎ। অতীতে নেতারা যে পথে হেঁটেছেন আমাদেরও তাদের অনুসরণ করা উচিৎ।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা এ সফরকে মানবিক ও মানবাধিকার ইস্যু হিসেবে দেখছেন।

এর আগে ২০১৫ সালে উভয় দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার (২১ জুন) সিউলভিত্তিক রেড ক্রসের প্রেসিডেন্ট পার্ক কিয়ুং-সিও বলেন, মানবিক এ ইস্যুতে আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।

যুদ্ধবিরতির মাধ্যমে ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ শেষ হয়। এ যুদ্ধের কোনো শান্তিচুক্তি হয়নি।