শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > বিজিএমইএ ভবনের সামনে রানাপ্লাজায় তিগ্রস্তদের বিােভ

বিজিএমইএ ভবনের সামনে রানাপ্লাজায় তিগ্রস্তদের বিােভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কারওয়ান বাজারে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএইএ ভবনের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বিােভ শুরু করেছে রানাপ্লাজায় তিগ্রস্তরা।
রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই বিােভে পোশাক শ্রমিকরা রানাপ্লাজার সব শ্রমিক ও শ্রমিক পরিবারকে ঈদের আগেই বকেয়া বেতন ও তিপূরণ দেওয়ার দাবি জানায়।
পুলিশ বিােভকারীদের বিজিএমইএ ভবনের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় তারা ভবনের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে বিােভ করতে থাকে।
রানাপ্লাজায় নিহতদের বিচারসহ অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার ও নূন্যতম মজুরি ৮ হাজার টাকা করাসহ ৬ দফা দাবিতে এই বিােভ চলছে।