শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বিজিবি-ভারতীয় চোরাকারবারীদের সংঘর্ষে নিহত ১

বিজিবি-ভারতীয় চোরাকারবারীদের সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট ॥ পাঁচবিবির হাটখোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারী গরু ব্যবসায়ীদের সংর্ঘষ হয়েছে। এ সময় এক চোরাকারবারী নিহত ও দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত বিজিবি সদস্যদের জয়পুরহাট বিজিবি-৩ ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার ভোররাত সোয়া ৩টার দিকে হাটখোলার উচনা সীমান্ত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিজিবির নায়েক মোশাররফ হোসেন (৩৮) ও সিপাহী মতিয়ার রহমান (৪০)।
নিহত মজিবর রহমানের (৩০) ভারতের লস্করপুর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট-৩ বিজিবি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল খসরু সাব্বির হোসেন জানান, ভোররাত সোয়া ৩টার দিকে পাঁচবিবির হাটখোলার উচনা সীমান্ত দিয়ে ৪০-৪৫ জনের একদল ভারতীয় চোরাকারবারী বাংলাদেশের ৪শ’ গজ ভিতরে প্রবেশ করলে বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়।
চোরাকারবারীরা বিজিবির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে তারা আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ভারতীয় নাগরিক মজিবর নিহত হন।
আহত বিজিবির ২ সদস্যরা ব্যাটালিয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।