শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > বিদায়ী ইসির পাঁচ বছর

বিদায়ী ইসির পাঁচ বছর

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
শুরু আর শেষটা ভালো হলেও মাঝের সময়টা একেবারে মুখ থুবড়ে পড়েছিলো বিদায়ী নির্বাচন কমিশনের পাঁচ বছর সম্পর্কে এমন মূল্যায়ন করেছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে এই সময়ে।

তবে বিদায়ী কমিশন মনে করে তারা যথাযথভাবেই দায়িত্ব পালন করেছে। বিভিন্ন সময় প্রশাসন ও মাঠ পর্যায়ের সহায়তা না পাওয়ায় সব নির্বাচন ভালো হয়নি।

২০১২ সালে দায়িত্ব নেয়ার পরে প্রথম কয়েকটি সিটি নির্বাচন গ্রহণযোগ্য হলেও কাজী রকিব উদ্দীনের কমিশনের পরের নির্বাচনগুলো নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। বিশেষত ২০১৪’র জাতীয় নির্বাচন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ওঠে নানা অভিযোগ।

তবে শুরু আর শেষের নির্বাচনগুলো গ্রহণযোগ্য হলেও মাঝেরগুলো কেন হল না তা খতিয়ে দেখা দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা।

দায়িত্ব পালনের বেশিরভাগ সময় সমালোচনার মুখে পড়লেও নির্বাচন কমিশনের সদস্যরা বলছেন তারা যথাযথভাবেই দায়িত্ব পালন করেছেন। কিছু নির্বাচন ভাল হয়নি স্বীকার করলেও তার দায় অবশ্য প্রশাসন ও মাঠ পর্যায়ের ওপরই দিয়েছেন তারা।

২০১২ থেকে ‘১৭ দায়িত্ব পালনের এই পাঁচ বছরে ক্ষমতাসীন দল বা অন্য কেউ কখনও নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেননি বলেও দাবী করেন বিদায়ী কমিশনের এই দুই কমিশনার।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি