বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > বিদেশী গোলরক কোচ আনছে বাফুফে

বিদেশী গোলরক কোচ আনছে বাফুফে

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বেই ট্রেনারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ। যার চাহিদামতো সাফের আগেই ডাচ ট্রেনার মোহাম্মদ জামালিকে নিয়োগ দিয়েছে বাফুফে। তার অধীনে চলছে ফুটবলারদের ফিটনেস ট্রেনিং। এতে দিন দিন উন্নতি ঘটছে ফুটবলারদের ফিনটেসে। এবার গোলরকদের উন্নতি ঘটাতে বাফুফে সভাপতি সালাউদ্দিনের কাছে একজন বিদেশী গোলরক কোচ চাইছেন ক্রুইফ। কোচ বলেছেন, তার হাতে স্বদেশী ভাল গোলরক কোচ আছে। এখন বাফুফে হ্যাঁ বললেই নিয়ে আসবেন। সালাউদ্দিনও তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। যার ফলে ক্রুইফের পছন্দেই গোলরক কোচ আনছে বাফুফে। আজ ন্যাশনাল টিমস কিমিটির সভায় চূড়ান্তকে হচ্ছেন প্রথম বিদেশী গোলরক কোচ জানালেন এই কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহম্মেদ। এটা হলে প্রধান কোচ, সহকারী কোচ, ট্রেনারের পর গোলরক কোচও বিদেশী হলে একটা বৃত্তই পূরণ হয়! বাংলাদেশের ফুটবলে আগে কখনও বিদেশী গোলরক কোচ আনা হয়নি। এবার আনা হলে সেটি হবে ব্যতিক্রমী এক ঘটনা।
এদিকে ঢাকার বাইরে নিরপে ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজনে উদ্যোগী হয়ে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলকে বিকেন্দ্রীকরণের ল্য হিসেবে তারা এই উদ্যোগ নিচ্ছে। তার অংশ হিসেবে ঢাকার বাইরে অন্তত তিনটি ভেন্যু রাখার উদ্যোগ নিচ্ছে বাফুফে। চট্টগ্রাম, সিলেট ও খুলনা অথবা যশোর ভেন্যুকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে। অবশ্য গত ছয়টি লীগের খেলা হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এবারের নতুন পরিকল্পনা হচ্ছে, এক ভেন্যুতে টানা দুইদিন ম্যাচ হবে এবং কয়েকটি দলের খেলা হবে। বাফুফের এই উদ্যোগে কাবগুলো সম্মত নয়। যদি বাফুফে খরচ বহন করে সেেেত্র কেবল তারা খেলতে রাজি হবে। শেখ জামাল ধানমন্ডি কাবের সভাপতি এবং কাব সমিতির সভাপতি মনজুর কাদের জানিয়েছেন, ‘ঢাকার বাইরে প্রিমিয়ার লীগের খেলা হলে আমাদের খরচ বেড়ে যাবে। বাফুফে যদি ঢাকার বাইরের খেলাগুলোর খরচ বহন করে সে েেত্র আমরা খেলতে রাজি হতে পারি। তাছাড়া ঢাকার বাইরের মাঠগুলোর অবস্থা খুবই করুণ। এমন মাঠে খেলোয়াড়রা স্বাভাবিক খেলা খেলতে পারবে না। এসব মাঠে খেলতে গিয়ে ফুটবলাররা চোটে পড়তে পারে।’ কাবগুলোর এই দাবিকে অযৌক্তিক বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘ফুটবলের স্বার্থে আমরাতো সবই করছি। তারপরও কাবগুলোর এমন দাবি করাটা ঠিক হচ্ছে না। শুধু প্রিমিয়ার লীগের জন্যই আমরা একটি কাবকে ১০ লাখ টাকা করে অনুদান দিচ্ছি।’ আজ বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। তাছাড়া আরামবাগ ক্রীড়া সংঘকে প্রিমিয়ার লীগে রাখার পে নয় বাফুফে সভাপতি। যদিও আগের দিন পেশাদার লীগ কমিটির সভায় আরামবাগকে প্রিমিয়ার লীগ থেকে অবনমন করার পে মত দিয়েছে।