বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > বিপর্যস্ত চীনে নিহতের সংখ্যা বেড়ে ৮৯

বিপর্যস্ত চীনে নিহতের সংখ্যা বেড়ে ৮৯

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় গানসু প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। তাদের ভাগ্যে কি ঘটেছে, সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আহত হয়েছে ৫১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ১ হাজার ২ শ’য়েরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধসে পড়েছে। আরও ২১ হাজার বাড়িঘর মারাত্মকভাবে তিগ্রস্ত হয়েছে।  সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিংশি শহর থেকে ৮৭ ও পার্শ্ববর্তী লোংন্যান শহর ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওইদিন সন্ধ্যা পর্যন্ত ওই অঞ্চলে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর আরও ৪২২টি ছোট ও মাঝারি আকারের ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার। টেলিফোন ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু স্থানে সড়কে বড় ধরনের ফাটল দেখা দেয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এদিকে ভূমিকম্প আক্রান্ত অঞ্চলে প্রায় ৩ হাজার পুলিশ, দমকল কর্মী, স্থানীয় বাসিন্দা ও সরকারি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নানাভাবে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছে। এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে ৯০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিল।