বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > বিমানবন্দর থেকে ১৮ কেজি সোনা উদ্ধার

বিমানবন্দর থেকে ১৮ কেজি সোনা উদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় ১৮ কেজি। গতকাল সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইউনাইটেড এয়ার ওয়েজের মাস্কট-দুবাই-ঢাকা ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে এসব সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় বিমানবন্দর থানায় শুল্ক আইনে একটি মামলা হয়েছে। এ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সংস্থা গত দুই মাসে বড় ধরনের তিনটি সোনার চালান আটক করেছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, ইউনাইটেড এয়ার ওয়েজের ওই বিমানের যাত্রীদের নামিয়ে বাসে করে লাউঞ্জে নিয়ে আসা হচ্ছিল। এ সময় বাসের চালকের পাশে ছিল কালো রঙের স্পোর্টস ব্যাগ। কালো রঙের ব্যাগটি ঘিরে যাত্রীদের সন্দেহ হয়। পরে শুল্ক বিভাগের কর্মকর্তারা ব্যাগ তল্লাশি করে তার ভেতরে ১৫৬টি (প্রায় ১৮ কেজি ওজন) সোনার বার উদ্ধার করেন। এ ঘটনায় স্বর্ণ বহনকারী বাসটি আটক করা হয়েছে। ইউনাইটেড এয়ার ওয়েজের বাসচালক কবির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন এপিবিএন কর্মকর্তারা।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় শুল্ক আইনে একটি মামলা হয়েছে। ইউনাইটেড এয়ারের বাসচালক কবিরের ব্যাপারেও তদন্ত করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, গত ২০শে আগস্ট কলকাতাগামী ভারতীয় নাগরিক দীপক কুমার আচার্য্যের কাছ থেকে সাড়ে সাত কেজি সোনা, আইফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড উদ্ধার করা হয়। গত ২৪শে জুলাই নেপাল থেকে আসা একটি বিমানের ফ্লাইট থেকে ১২৪ কেজি সোনার বার এবং ৬ই জুলাই কুয়েত থেকে আসা বাংলাদেশ বিমান থেকে প্রায় ২৫ কেজি সোনার বার শাহজালাল বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা উদ্ধার করেন। এছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার উদ্ধার করা হয়। এর আগে চট্টগ্রামের শুল্ক বিভাগের কর্মীরা আরও দু’টি স্বর্ণের চালান আটক করে বলে বিমানবন্দর সূত্র জানান।