শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই ফেল!

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবাই ফেল!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লাইবেরিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটি অব লাইবেরিয়ায় (ইউএল) চলতি বছর প্রথম বর্ষে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন। কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি। তাই প্রথম বর্ষের কোনো শিক্ষার্থী ছাড়াই বিশ্ববিদ্যালয়টি নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে।

সরকার পরিচালিত ইউনিভার্সিটি অব লাইবেরিয়ার ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীরা যেমন হতাশ, তেমনি এ ফল বিপর্যয়ে দেশটিতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উত্সাহ এবং ইংরেজি বিষয়ে মৌলিক জ্ঞান না থাকায় এ ফল বিপর্যয় ঘটেছে। অবশ্য শিক্ষার্থীরা বলেছেন, এই ফল অবিশ্বাস্য এবং তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শান্তিতে নোবেলজয়ী দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন স্যারলিফ সম্প্রতি স্বীকার করেন, গৃহযুদ্ধবিধ্বস্ত লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থায় এখনও বিশৃঙ্খলা বিরাজ করছে এবং এর উন্নয়নে আরও কাজ করা দরকার।

তবে দেশটির সংবাদমাধ্যমগুলো বলেছে, কোনো ভর্তি পরীক্ষায় সবাই অকৃতকার্য হওয়ার ঘটনা এটিই প্রথম। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এমোনিয়া ডেভিড তারপেহ। তবে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মোমোদু গেতাওয়েহ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেগতাড়িত হয়ে বর্তমান সিদ্ধান্ত থেকে সরে আসবে না। এই ফল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনড় অবস্থানের অর্থ হচ্ছে, আগামী শিক্ষাবর্ষে কোনো নতুন শিক্ষার্থী ছাড়াই ক্লাস শুরু করতে যাচ্ছে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানটি। বিবিসি।