বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > বিয়ে ভেঙে যাওয়া অভিমানে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

বিয়ে ভেঙে যাওয়া অভিমানে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

শেয়ার করুন

বেশ কয়েকটি বিয়ে ভেঙে যাওয়া আত্মহত্যার পেছনে অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ বগুড়ার শেরপুর উপজেলায় মনিরুল ইসলাম মনির (২২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে শেরপুর থানা পুলিশ তার

কয়েরখালী গ্রামের বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি বিয়ে ভেঙে যাওয়ায় তিনি মনের দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, “মনির খানপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি খানপুর

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন। কয়েকটি বিয়ে ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বুধবার রাতের কোন এক সময় তিনি বাড়ির নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির

লোকজন কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরে শেরপুর থানা পুলিশ লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।” শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি জানান, “বর্তমানে খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি নেই। মনির ওই কমিটির পদ প্রত্যাশী ছিলেন। তবে তিনি তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।”

দৃষ্টি আকর্ষণ – আমরা রাজনীতির কিছু কিছু সংবাদ সংগ্রহ করে সাইটে শেয়ার করি, যদি এই পোষ্ট নিয়ে আপনাদের কোন সমস্যা থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন আমরা এই পোষ্টটি ডিলিট করে দিব ধন্যবাদ।