শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়

শেয়ার করুন

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়াদৌড় প্রতিযোগীতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল। হাজার হাজার দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে উৎসবের ঘোড়াদৌড়ের প্রতিযোগীতার মাঠ প্রাঙ্গণ। প্রতিযোগীতায় বিভিন্ন অঞ্চল থেকে ৩০টি ঘোড়া অংশ নেয়। সোমবার বিকেলে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মাঠের চারপাশে ঘুরে দর্শকদের সাথে কুশল বিনিময় শেষে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়াদৌড় খেলা। উপজেলার শিবরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এ ঘোড়াদৌড়ের উৎসবের আয়োজন করেন। পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে এলইডি টিভি, সিলিং ফ্যান, টেবিল ফ্যান ও মোবাইল তুলে দেন।

এসময় শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য রতন রায়, ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ননী গোপাল, মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমন চন্দ্র রায় সহ উক্ত ঘোড়াদৌড় প্রতিযোগীতায় দেখতে খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন আশেপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। বিভিন্ন জেলা উপজেলার প্রান্ত থেকে তাদের ঘোড়া নিয়ে দুপুরের পরই হাজির হয়েছিল প্রতিযোগীরা। খেলা শুরু আগেই পুরো এলাকায় হয়ে পড়ে লোকারণ্য।