বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > বুদ্ধের আদর্শে সকলকে জাতি গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

বুদ্ধের আদর্শে সকলকে জাতি গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের সকলকে জাতি গঠনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, গৌতম বুদ্ধ তাঁর জীবনে সমতা-বন্ধুত্ব-ত্যাগ-ক্ষমা-সহিষ্ণুতাকে ধারণ করে শান্তির বাণী প্রচার করেছেন সারাটা জীবন।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে পারস্পরিক সহাবস্থানে থাকতে পারে।’

শেখ হাসিনা বলেন, ‘বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এদেশে আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’