বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > বৃষ্টিতে অনিশ্চিত ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টিতে অনিশ্চিত ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। আবার কখনো মুষলধারে ও মাঝারি আকারে বর্ষণ হচ্ছে। এর ফলে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্টের দিনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃষ্টির কারণে ফতুল্লা স্টেডিয়ামের মাঠে পানি জমেছে। যে কারণে দুই দলের ক্রিকেটাররা এখনও স্টেডিয়ামে আসেনি। দু’দলই বৃষ্টিবন্দি হয়ে হোটেলে। দ্বিতীয় দিনের প্রথম সেশন এভাবেই কেটে গেল।
এ বিষয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাদিব ইমাম বলেন,বৃষ্টির কারণে ক্রিকেটাররা এখনও হোটেলেই অবস্থান করছে। বৃষ্টি যদি থামে তাহলে ক্রিকেটাররা স্টেডিয়ামে যাবে। বৃষ্টি থামার অপেক্ষা করছে ক্রিকেটাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মুষলধারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছে। প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচের চার ঘণ্টা খেলা বন্ধ থাকায় এবং ৩৪ ওভারের মতো খেলা না হওয়ায় দ্বিতীয় দিন খেলা আধাঘণ্টা এগিয়ে আনা হয়।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক কোহলি। প্রথম দিনের খেলা শেষে ৫৬ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ২৩৯ রান। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রান নিয়ে অপরাজিত আছেন।