শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > বেনগাজিতে মসজিদের সামনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

বেনগাজিতে মসজিদের সামনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
লিবিয়ার বেনগাজি শহরে পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আরও ৭১ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দু’টি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

বেনগাজির আল সোলাইমানি এলাকার একটি মসজিদের কাছে প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন সেনা ও সাধারণ নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। সূত্র: আল আরাবিয়া