শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > বেসরকারি খাতে ৬ কোটি ডলারের বৈদেশিক ঋণ অনুমোদন

বেসরকারি খাতে ৬ কোটি ডলারের বৈদেশিক ঋণ অনুমোদন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি খাতের  ৭টি  প্রকল্পে  ৬ কোটি  মার্কিন ডলারের বৈদেশিক ঋণ নেয়ার প্রস্তাব অনুমোদন করেছে ঋণ-সংক্রান্ত সরকারি বাছাই কমিটি। গতকাল  বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাব  অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ  বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ লিমিটেডের তিন কোটি ২০ লাখ ডলার, রিনেটা লিমিটেডের এক কোটি ডলার, আসাদ কম্পোজিট লিমিটেডের ৮০ লাখ ডলার, কাটিং ইডজ ইন্ড্রাস্ট্রিজের ৪১ লাখ ডলার, এমবিএম গার্মেন্টস লিমিটেডের ১২ লাখ ডলার, কসমোপলিটন ইন্ড্রাস্ট্রি লিমিটেডের ৩০ লাখ ডলার ও ড্যান ফুড লিমিটেডের ১৪ লাখ ডলার । ছয় মাস  মেয়াদি লন্ডন আন্ত:ব্যাংক অফার  রেটের সঙ্গে ৪ দশমিক ৫০ শতাংশ যোগ করে যে হার দাঁড়ায়, তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার। বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণপ্রস্তাব অনুমোদনের অপোয় রয়েছে। কমিটি মনে করে, এ ধরনের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। একই সঙ্গে  দেশের বৈদেশিক  লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে গত বছর বিদেশ থেকে বেসরকারি খাত ১৪৯  কোটি ডলারের বিদেশি ঋণ  নেয়। টেলিকম, খাদ্য উৎপাদন ও তৈরি পোশাক খাতে এসব ঋণ দেয়া হয়। অথচ ২০১১ সালে সব খাতে ঋণ অনুমোদনের পরিমাণ ছিল ৮১ কোটি ৯০ লাখ ডলার।