শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ব্যবসায়ীদের ভারত নির্ভরতায় পেঁয়াজের দাম বাড়ছে

ব্যবসায়ীদের ভারত নির্ভরতায় পেঁয়াজের দাম বাড়ছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ীদের ভারত নির্ভরতার কারণেই পেঁয়াজের দাম অব্যাহতভাবে বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি জানান, বাংলাদেশের বাজারে পেঁয়াজের চাহিদা দেশীয় উৎপাদনের পাশাপাশি ভারত থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। সম্প্রতি ভারতের নাসিক, বেঙ্গালুর ও পাটনা অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় সে দেশের সরকার পেঁয়াজ রফতানির ক্ষেত্রে মূল্য বাড়িয়ে দিয়েছে। এ কারণে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি কমিয়ে দেয়ায় এর দাম বেড়ে গেছে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় এমপি এবিএম আশরাফউদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পেঁয়াজের বাজার যৌক্তিক পর্যায়ে স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভারত ছাড়াও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি টিসিবির মাধ্যমে আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারে অবৈধভাবে পেঁয়াজের মজুদ করে রাখা হয়েছে কি-না তা খতিয়ে দেখতে মনিটরিং জোরদার ও গোয়েন্দাদের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

সংরক্ষিত আসনের এমপি চেমন আরা বেগমের লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে (২০১২-১৩) দেশের আমদানি ব্যয় ছিল ৩৩ হাজার ৯৮১ মিলিয়ন মার্কিন ডলার এবং রফতানি আয় ছিল ২৭ হাজার ১৮ মিলিয়ন মার্কিন ডলার।’

মো. মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালে রাখতে টিসিবির মাধ্যমে পণ্যের মজুদ গড়ে তোলা এবং যৌক্তিক মূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

রেহেনা আক্তার রানুর প্রশ্নের জবাবে তিনি জানান, ডেসটিনিসহ এর সহযোগী ৩৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে। এ ধরনের এমএলএম কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০১৩ জারি করা হয়েছে।