শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > ব্যারিস্টার তাপসের আসন শূন্য ঘোষণা

ব্যারিস্টার তাপসের আসন শূন্য ঘোষণা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ব্যারিস্টার তাপস রোববার দুপুরে পদত্যাগ করেন। তিনি স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র দেন। বিকালে ঢাকা-১০ আসন (একাদশ জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন) শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সিটি কর্পোরেশন নির্বাচনের আইনে মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই পদত্যাগ করেছেন ব্যারিস্টার তাপস।

এদিকে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় ২৭ ডিসেম্বর থেকে তার আসন শূন্য ঘোষণা করে পৃথক গেজেট প্রকাশ করা হয়।