শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ব্রাদারহুডের বিােভ চালিয়ে যাবার ঘোষণা

ব্রাদারহুডের বিােভ চালিয়ে যাবার ঘোষণা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ মিশরে সেনা অভ্যুত্থানের মধ্যদিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মতাচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ বিােভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে মুসলিম ব্রাদারহুড। এদিকে মিশর কর্তৃপ জানিয়েছে পূর্বে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে যদি অস্ত্র মজুদ রাখার প্রমাণ পাওয়া যায় তাহলে ব্রাদারহুডকে ভেঙে দেয়া হতে পারে। সেনাবাহিনীর হাতে ব্রাদারহুডের শীর্ষ নেতারা বন্দি হলেও ব্রাদারহুড সদস্যরা বৃহস্পতিবার মুরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত শান্তিপূর্ণ বিােভ সমাবেশ চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছে। মুরসিকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে তার সমর্থকরা রাজধানী কায়রোয় একটি ব্যারাকের কাছে গণবিােভে জড়ো হয়েছে। ওই ব্যারাকেই মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার মুসলিম ব্রাদারহুড তাদের দাপ্তরিক ওয়েবসাইটে ইস্যু করা বিবৃতিতে বলেছে, আমরা সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে রক্তয়ী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাব। মিশরের নতুন কর্তৃপ মুরসি কোথায় তা সুনির্দিষ্টভাবে জানায়নি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তিনি নিরাপদ জায়গায় আছেন এবং তাকে যথেষ্ট মর্যাদার সঙ্গে রাখা হয়েছে। মুরসিবিরোধী পও গণ-ইফতারসহ তাহিরির স্কয়ারে সমাবেশের ডাক দিয়েছে। মিশরের নতুন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন মন্ত্রিসভায় মুসলিম ব্রদারহুডের সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। মঙ্গলবার নিয়োগ পাওয়া হাজেম আল বেবলাবি বলেছেন তিনি এখন অর্ন্তর্বতী সরকার গঠনের বিষয়টি নিয়ে ভাবছেন। এ সপ্তাহের শেষ নাগাদ মন্ত্রিসভা গঠনের ল্েয তিনি বোরবার এবং সোমবার বিভিন্ন জনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে রয়টার্স গতকাল জানিয়েছে। তিনি বলেছেন, আমি কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয় বিবেচনা করবো না। ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি থেকে কেউ যদি আসেন এবং তিনি যদি যোগ্যতাসম্পন্ন হন তাহলে মন্ত্রিসভায় তার পদের বিষয়টি বিবেচনা করা হবে। দতা এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতেই আগামী মন্ত্রিসভা গঠিত হবে বলে তিনি উল্লেখ করেছেন। ব্রাদারহুড অবশ্য বেবলাবির এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। এদিকে ব্রাদারহুডকে ভেঙে দেয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা করতে আগামী ১০ দিনের মধ্যে জেনারেল ডিপার্টমেন্ট ফর এসোসিয়েশন এবং আইনগত ব্যবস্থাপনা বিভাগ একটি বৈঠকে বাসার কথা রয়েছে বলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প থেকে জানানো হয়েছে। এক রিপোর্টে বলা হেয়ছে গত ৩০শে জুন ব্রাদারহুডের সদর দপ্তরে আগুন লাগার ঘটনার তদন্ত সম্পর্কে মন্ত্রণালয়ঢের প থেকে জানতে চাওয়ার পর পাবলিক প্রসিকিউটরের প থেকে এ তথ্য জানানো হয়েছে।
এফ-১৬ জঙ্গি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিশরে এফ ১৬ জঙ্গি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন মিশরে সামরিক অভুত্থ্যান সত্ত্বেও এসব জঙ্গিবিমান পাঠানো হবে। নাম প্রকাশে অনেচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন পূর্বনির্ধারিত এসব জঙ্গি বিমান পাঠানোর বিষয়টি স্থগিত করা বা মিশরের জন্য নিরাপত্তা সহযোগিতা বন্ধ করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। অবশ্য মার্কিন সরকারের প থেকে মিশরের জন্য বরাদ্দ সব ধরনের সহযোগিতার বিষয়টি মূলায়ন করার ঘোষণা দেয়া হয়েছে। ২০টি জঙ্গিবিমান সরবরাহের বড় ধরনের একটি চুক্তির আওতায় মিশরে এ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৮ টি সরবরাহ করা হয়েছে জানুয়ারিতেই। সর্বশেষ ৮টি সরবরাহ করা হবে এ বছরের শেষ দিকে। গত সপ্তাহে মিশরে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মতাচ্যুত হওয়ার পর মার্কিন জঙ্গিবিমান হস্তান্তরের এ পরিকল্পনা জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী, কোন দেশে সেনা অভ্যুত্থান হলে সে দেশকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা স্থগিত করতে বাধ্য মার্কিন প্রশাসন।