মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > ব্রিতে ৭ই মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তি উদযাপন

ব্রিতে ৭ই মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তি উদযাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি প্রাপ্তি উদযাপন উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর ২০১৭) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পক্ষ থেকে বর্ণাঢ্য শোভযাত্রা, তবারক বিতরণ, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব অনুষ্ঠানে নেতৃত্ব দেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, ব্রির পরিচালক (প্রশাসন) ড. মো. আনছার আলী এবং ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন বিজ্ঞানীসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকগণ এতে অংশ নেন।