শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > বয়সের ছাপ কমায় গোলাপ জল!

বয়সের ছাপ কমায় গোলাপ জল!

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥

সৌন্দর্য বাড়াতে গোলাপ জলের কোনও বিকল্প নেই। শুষ্ক ত্বক হোক, বা হোক কোন ব্রণের সমস্যা। সব ধরনের ত্বকের রোগ দূর করতে গোলাপ জল দারুন কাজে আসে। তাই তো এর এত জনপ্রিয়তা। প্রসঙ্গত, গোলাপ জল ত্বককে প্রয়োজনীয় আদ্রতা প্রদান করে। ফলে ত্বকের সৌন্দর্য আপনা থেকেই বৃদ্ধি পায়।

তবে গোলাপ জল নিজে নিজে বাসায় তৈরি করে নেয়া ভাল। বাহিরের বোতলজাতে খারাপ উপকরণ মিশানো থাকতে পারে। গোলাপ জল আমাদের কি কি উপকারে আসতে পারে, আসুন জেনে নেয়া যাক-

১। গোলাপ জলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা চোখের চারপাশের ফোলা ভাব কমাতে সাহায্য় করে। ফ্রিজে পরিমাণ মতো গেলাপ জল কিছুক্ষণ রেখে দিন। তারপর একটা তুলো সেই ঠান্ডা গোলাপ জলে চুবিয়ে চোখের চারিপাশে লাগান। চোকের পলকেই দেখবেন কমে যাবে চোকের চারপাশের ফোলাভাব।

২। গোসলের পানিতে ২০০ গ্রাম এর মতো গোলাপ জল মিশিয়ে নিন। এটি আপনার ত্বককে লাবণ্যময় করে তুলবে। প্রতিদিন ব্যবহার করুন। আসলে গোলাপ জলে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের প্রদাহ তো কমাই, তার পাশাপাশি এর সুগন্ধের কারণে সার্বিকভাবে একটা ফ্রেশ অনুভূতি থাকে।

৩। একটা তুলোয় অল্প করে গোলাপ জলে নিয়ে মুখে লাগান। দেখবেন কেমন সুন্দরভাবে মেকআপ উঠে যায়। এখানেই শেষ নয়, মেক আপ তুলতে আরও একটি পদ্ধতি বেশ কাজে আসে। তুলাতে গোলাপ জল নিয়ে তার উপর অল্প করে নারকেল তেল নিন, তারপর সেই তুলো দিয়ে মুখটা ঘষুন। দেখবেন মেকআপ তো উঠবেই, সেই সঙ্গে ত্বকও সুন্দর হয়ে উঠবে। যাদের বাজার চলতি মেক আপ রিমুভার বা লোশন ব্যবহার করলে অ্যালার্জি হয়, তারা নিশ্চিন্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন।

৪। প্রতিদিন গোলাপ জলের ব্যবহার ত্বকের বয়সের ছাপ কমায়। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা এনে দেয়।

৫। টোনার হিসাবে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের ছিদ্রগুলি খুলে যায়, ফলে নোংড়া জমার সুযোগ পায় না। আর একথা তো সকলেরই জানা যে ত্বক পরিষ্কার থাকবে তো আপনা থেকেই সৌন্দর্য বাড়াবে।

৬। ত্বক মাঝে মাঝেই খুব শুষ্ক হয়ে যায়? চিন্তা নেই আজ থেকেই গোলাপ জল মুখে লাগানো শুরু করুন। ত্বককে মসৃণ বানানোর পাশাপাশি যে কোনও ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও ত্বককে বাঁচায় গোলাপ জল। তাই আজ থেকেই মুখে লাগাতে শুরু করুন এই তরলটি।

৭। পরিষ্কার ত্বক পেতে চাইলে গোলাপ জল আপনার একমাত্র বন্ধু হতে পারে। পরিমাণ মতো ঠান্ডা গোলাপ জল নিয়ে মুখে লাগান। দেখবেন ত্বক পরিষ্কার তো হবেই, সেই সঙ্গে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতাও ফিরে পাবেন।