শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ভবিষৎ প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: গাসিক মেয়র

ভবিষৎ প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: গাসিক মেয়র

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের ভবিষৎ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার কোন বিকল্প নেই। আর একজন সুশিক্ষিত মানুষই প্রকৃত মানুষ হতে পারে। এ জন্য শিক্ষার প্রাথমিক স্তর থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে। বর্তমান সরকার শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। তাই স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা শতভাগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
মেয়র বোববার বিকেলে শহরের জয়দেবপুর বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, সদস্য আব্দুল হাদী শামীম, সাদিয়া আফরিন, প্রতাপ কুমার গোপ প্রমুখ। মেয়র প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেন। এর আগে মেয়র শহরের রাজবাড়ি মাঠে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী ও স্টার ফ্রলিক স্কুলের বাষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।