বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ভর্তিবাণিজ্য বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভর্তিবাণিজ্য বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : প্রধনমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিবাণিজ্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, তার সরকার চায় প্রতিটি জেলার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে। সরকারের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয় উল্লেখ্য করে প্রধানমন্ত্রী এ কাজের সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে শিক্ষাঙ্গনে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।