শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ভাইস চেয়ারম্যান পদে বিএনপি জামায়াতের প্রাধান্য

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি জামায়াতের প্রাধান্য

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা বেশি জয়ী হয়েছেন। এ ধাপেও চমক দেখিয়েছে জামায়াত। দলটির ২৪ জন পুরুষ ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে একক সংখ্যায় বিএনপির চেয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেশি বিজয়ী হয়েছেন। এ ধাপের নির্বাচনে মোট ৭৬টিতে আওয়ামী লীগের ২৬ জন, জামায়াতের ২৪ জন, বিএনপির ১৭ জন বিজয়ী হয়েছেন। এ পদে বিএনপি ও জামায়াতের ৪১ জন বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮০ উপজেলায় এককভাবে বিএনপি সমর্থিত প্রার্থী বেশি বিজয়ী হয়েছেন- মোট ৩৪ জন। আওয়ামী লীগ সমর্থিত ২৮ জন বিজয়ী হয়েছেন। এছাড়া জামায়াতের ৬ ও অন্যন্য ১২ জন জয় লাভ করেছেন। এ পদে বিএনপি ও জামায়াতের ৪০ জন বিজয়ী হয়েছেন। দ্বিতীয় দফা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩৭, বিএনপি ৩২ ও জামায়াত ৩৪টিতে বিজয়ী হন। নীলফামারী সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নাহিদুল ইসলাম নিক্সন ৮৯২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের আরিফা সুলতানা লাভলী ৮৫২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান ৪৩৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আফরোজা বেগম ৪২ হাজার ৪৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। চিলমারী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ ১৮৫২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চিলমারী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা বেগম জেলি ২০৩৫৮ ভোট পেয়ে নির্বচিত হন। রৌমারী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবুল হাশেম ২১৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রৌমারী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আফছানা রাব্বী রিপা ১৯৭০৮ পেয়ে বিজয়ী হয়েছেন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের রফিকুল ইসলাম ৪০ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নাজমা পারভীন ৪২৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে ৯৪৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক কামারুজ্জামান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮০১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রওশন আরা ডলি। রাজশাহীর চারঘাট উপজেলায় ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯ ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬৪৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী নাজমুল হক। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬১১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির সমর্থিত প্রার্থী তাহমিনা বেগম। দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে ৪৯ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জামাল। দুর্গাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বানেছা বেগম।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতেকী (জামায়াত) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি (বিএনপি) নির্বাচিত হয়েছেন। চৌদ্দগ্রামে ভাইস চেয়ারম্যান মো. নুরুল ইসলাম হাজারী (আওয়ামী লীগ) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আখতার (আওয়ামী লীগ) নির্বাচিত হন। বুড়িচংয়ে ভাইস চেয়ারম্যান সাইফুল আলম (জামায়াত) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা জেসমিন (বিএনপি) নির্বাচিত হয়েছেন। নাঙ্গলকোট ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ ভূঁইয়া (আওয়ামী লীগ) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন। তিতাসে ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম (আওয়ামী লীগ) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা (বিএনপি) নির্বাচিত হয়েছেন। হোমনায় ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন (বিএনপি) ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম (বিএনপি) নির্বাচিত হয়েছেন। পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. লাভলু আহমেদ লাবু ২০১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জাহানারা ২৮৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন জামায়াতের মাওলানা আবদুল মালেক। তার প্রাপ্তভোট সংখ্যা ৪৭ হাজার ২২৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপির শাহীন আক্তার কানন।
চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা সোহরাব আলী ১ লাখ ৬ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের ইয়াসমিন বেগম ১ লাখ ৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী শহীদুল হক হায়দারী ১ লাখ ৮৫ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোছাম্মাৎ সায়েমা খাতুন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৮৩২ ভোট। ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের্ জামায়াতের ডা. লোকমান ৩৯৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী রেশমাতুল আরস রেখা ২৫৭৬০ ভোটি পেয়ে বিজয়ী হয়েছেন।
গাইবান্ধার সাদুল্যাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ছামছুল হাসান ছামছুল ২৪৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আকতার বানু সিন্টু লাকী ৪০৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফেনীর দাগনভূঞা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়নাল আবদিন মামুন ৭৬২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়াম্যান পদে আওয়ামী লীগের শেফালী আক্তার নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মামুন আল মাসুদ খান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী কামরুন্নাহার লুনা নির্বাচিত হয়েছেন। একই জেলার হোসেনপুরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক নুরুল আমিন পারভেজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সেলিনা সারোয়ার। কুলিয়ারচরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিলকিস আক্তার। এই উপজেলায় একটি কেন্দ্র স্থগিত হওয়াতে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এখনও নির্ধারণ হয়নি।
শরীয়তপুর সদর উপজেলায় আদালতের নির্দেশে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকায় এ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নড়িয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম জাকির নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের নাজমা মোস্তফা নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল খালেক তালুকদার নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একই দলের তুহিন আক্তার। মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুউদ্দিন তালুকদার। ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কামরুন্নাহার বুলবুল। শেরপুরের শ্রীবরদীতে বিএনপি সমর্থিত আবদুল্লাহ আল মামুন দুলাল বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত লিপি বেগম নির্বাচিত হয়েছেন। ফরিদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বেনজির আহম্মেদ তাবরিজ বিজয়ী হয়েছেন। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফরিদা ইয়াসমিন বিজয়ী হয়েছেন। মধুখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মনসুর নান্নু বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী আসমা খাতুন বিজয়ী হয়েছেন। আলফাডাঙ্গায় বিএনপি সমর্থিত আবদুল কুদ্দুস খান বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা সালাম ২২ হাজার ৭শ’ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চরভদ্রাশন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাউসার হোসেন ৭ হাজার ৩শ’ ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী তানজিনা আক্তার ১৫ হাজার ৯শ’ ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত হারিজুর রহমান ২৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী জিনিয়া নাজনিন ৩৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী সরোয়ার হোসেন ৩৩ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারা পপি ৩১ হাজার ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নওগাঁর পোরশা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আব্দুস ছালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোমতাজ বেগম নির্বাচিত হয়েছেন। ধামইরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আখরাজুল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মাজেদা বেগম নির্বাচিত হয়েছেন। মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিএনপির এসএম আহসান হাবিব ও মহিলা
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জামিলা আকতার নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট সদরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মাসুদুর রহমান ৪৫ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের পারভীন খানম ৫৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এস এইচ এম ছাবুল আক্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আজমীন নাহার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শরণখোলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রাহিমা আক্তার হাসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন বিজয়ী হয়েছেন। একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হোসনে আরা বেগম নির্বাচিত হয়েছেন। মংলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক কোহিনুর সরদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দল সমর্থিত কামরুন্নাহার হাই নির্বাচিত হয়েছেন ।
দিনাজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত কিশোর কুমার রায় ভাইস চেয়ারম্যান ও হাসনিন লুনা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত শাহিনুর ইসলাম ভাইস চেয়ারম্যান পদে ও আওয়ামী লীগ সমর্থিত পারুল বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের ফিরোজ হায়দার লাভলু ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির রোজিনা আক্তার শম্পা। সিলেটের দক্ষিণ সুরমায় ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আল-ইসলাহ’র ইমাদ উদ্দিন আনসারী ও মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের শামীম আরা স্বপ্না। সুনামগঞ্জের জামালগঞ্জে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জমিয়তে উলামায়ে ইসলামের রশিদ আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির হাফিজা আক্তার। মৌলভীবাজারের বড়লেখায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিবেকানন্দ দাশ নান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির রাহেলা বেগম হাসনা। গাইবান্ধা সদরে ভাইস চেয়ারম্যান মুর্শেদ হাবিব সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী রাশেদা বেগম জয়ী হয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের রাশেদ নবী সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আছিয়া খানম শম্পা। চুয়াডাঙ্গার দামুরহুদায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের আবদুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সালমা খাতুন। যশোরের মনিরামপুরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নাজমা খানম। নড়াইলের লোহাগড়ায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামরুল ইসলাম ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সালেহা বেগম। খুলনার পাইকগাছায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াতের কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের শাহনারা আকবর। সাতক্ষীরার কালিগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের অধ্যাপক আবদুর রউফ ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের জয়নাল পারভীন। ভোলা সদরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মুহাম্মদ ইউসুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের সেতারা বেগম। বরিশালের মুলাদী উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কাজী মাইনুল আহসান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের শামীমা নাসরিন, বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান জামায়াতের আজিজুর রহমান অলিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রিফাত জাহান তাপসী। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপির মহর উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী শিরিন রহমান, দেলদুয়ারে ভাইস চেয়ারম্যান বিএনপির আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রেবেকা পারভিন। জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির আবুল কাশেম ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রোকসানা আক্তার। মানিকগঞ্জের ঘিওরে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান ফজর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের জোছনা শিকদার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোশাররফ হোসেন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মুছেনা বেগম। লক্ষ্মীপুরের কমলনগরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াতের হুমায়ূন কবির। এই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের ফলাফল স্থগিত রয়েছে। ময়মনসিংহের ফুলপুরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মনোয়ারা খাতুন, ফুলবাড়িয়া উপজেলায় জামায়াতের ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মাহবুবা সুলতানা রুনা, ধোবাউড়ায় ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল খান ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী নাসিমা খাতুন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হেলাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের সালমা শহীদ। রাঙ্গামাটির বরকলে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেএসএস-এর বিধান চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের শকুনতলা চাকমা, বাঘাইছড়িতে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দীপ্তিমান চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সুস্মিতা চাকমা, কাউখালীতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ’র মংসুউ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এ্যানি চাকমা। চট্টগ্রামের সীতাকু-ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আলাউদ্দিন সাবেরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির নাজমুন নাহার লেলি, চন্দনাইশে ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ইসলামী ফ্রন্টের মুহাম্মদ সোলায়মান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান এলডিপি’র শাহনাজ বেগম। বান্দরবান সদরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জামাল উদ্দিন ও জেএসএস’র ওয়াইকিং মারমা, আলীকদম উপজেলায় ভাইস চেয়ারম্যান কানাইতক মুরং ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শিরিনা আক্তার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের অসীম কুমার বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের আফসানা মিমি। মানবজমিন