শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব সুজাতা সিং

ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব সুজাতা সিং

শেয়ার করুন

ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে সুজাতা সিং-কে। আগামী ৩১ জুলাই পররাষ্ট্র সচিব থেকে অবসর নেবেন রঞ্জন মাথাই। তারপরই মাথাই-এর উত্তরাসুরি হিসেবে ওই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন সুজাতা।

গত কয়েকদিন ধরেই পরবর্তী পররাষ্ট্র সচিব কে হবেন এ নিয়ে দড়ি টানাটানি চলছিল। সুজাতা ছাড়াও এই দৌঁড়ে ছিলেন এস জয়শঙ্কর, সুধীর ব্যাস, যামিনী ভাগবতীর মতো দাপুটে কূটনীতিকরা। কিন্তু সিনিয়রিটির দিক থেকে এগিয়ে ছিলেন সুজাতা। তার ব্যক্তিগত প্রোফাইলও ছিল যথেষ্ট ওজনদার। ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর ১৯৭৬ সালের ব্যাচের এই অফিসার বর্তমানে জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড এবং ফ্রান্সেও রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুজাতার।

শেষপর্যন্ত গতকাল রাতে সরকারের পক্ষ থেকে দেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই পদে সুজাতা সিং-এর নাম ঘোষণা করা হয়। সুজাতা হলেন দেশের তৃতীয় মহিলা যিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিতে চলেছেন। এর আগে চোকিলা আইয়ার এবং নিরূপমা রাও পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন