শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ভারতের মেরিলিন মনরো মল্লিকা

ভারতের মেরিলিন মনরো মল্লিকা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ ‘মার্ডার’খ্যাত বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত যেন ভারতের মেরিলিন মনরো বনে গেছেন। গত মঙ্গলবার তিনি ভারতের আগামী নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির জন্মদিনে ‘হ্যাপি বার্থডে’ গানটি গেয়েছেন। এজন্য তাকে বিভিন্ন গণমাধ্যম ভারতের মেরিলিন মনরো বলে আখ্যায়িত করে।

মিডডের খবরে জানা গেছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে মনরোর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৯৬২ সালে মনরো কেনেডির জন্মদিনে ‘হ্যাপি বার্থডে’ গানটি গেয়েছিলেন। নরেন্দ্র মোদির ৬৪তম জন্মদিন উপলক্ষে মল্লিকা তাকে একটি গানের ভিডিওক্লিপ পাঠিয়েছেন। এ ক্লিপটিতে মল্লিকা গানের সুরে বলেন, ‘হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নরেন্দ্রজি, হ্যাপি বার্থডে নরেন্দ্র মোদিজি।’

এ প্রসঙ্গে মল্লিকার ঘনিষ্ঠসূত্র জানায়, মল্লিকা বেশ পরিশ্রম করেই ভিডিওক্লিপটি তৈরি করেছেন। এর আগে তিনি ‘হ্যাপি বার্থডে’ বাক্যটি গানের সুরে একাধিকবার অনুশীলন করেন।

সূত্রটি আরো জানিয়েছে, এর আগেও মল্লিকা একাধিকবার মোদির বন্দনা মুখরিত হয়েছেন। সম্প্রতি তিনি মোদিকে ভারতের সবচাইতে ‘এলিজেবল ব্যাচেলর’ হিসেবে অভিহিত করেন।

বর্তমানে মল্লিকা শেরাওয়াত ‘মেরা খেয়াল কি মল্লিকা’ শিরোনামে একটি ছোটপর্দার রিয়ালিটি শো’র সঞ্চালনা করছেন।