বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ভারতে নিষিদ্ধ হতে পারে জিমেইল

ভারতে নিষিদ্ধ হতে পারে জিমেইল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের সরকারি দাপ্তরিক কাজে শিগরির নিষিদ্ধ হতে পারে জিমেইল। যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির হাত থেকে সরকারি গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিতে পারে দেশটির সরকার। তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের এক উর্ব্ধতন কর্মকর্তার বরাত দিয়ে টাইমস্ অব ইন্ডিয়া জানিয়েছে, সরকারি কর্মীদের যুক্তরাষ্ট্রে সার্ভার আছে এমন ইমেইলের বদলে ভারতীয় সার্ভার ব্যবহার করতে বার্তা প্রেরণ করা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন কর্তৃক যুক্তরাষ্ট্র সরকারের গুপ্তচরবৃত্তির খবর ফাঁস হওয়ার পর রাষ্ট্রীয় নথির নিরাপত্তার ব্যাপারে সতর্ক হয়েছে দেশটির সরকার। গুগলের ভারতীয় প্রতিনিধি জানান, এ ধরণের কোন সিদ্ধন্তের কথা এখনও তারা জানেন না। ব্যাঙ্গালোরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির নির্বাহী পরিচালক সুনীল আব্রাহাম জানান, সরকার এ সিদ্ধান্ত নিলে স্বাগত জানাবো। গেল সপ্তাহে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল দেশের বাহিরে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সরকারি ইমেইল ব্যবহারকালে ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করার পরামর্শ দেন।