শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ভারতে শান্তির আশায় সন্তান বলি!

ভারতে শান্তির আশায় সন্তান বলি!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মর্মান্তিক ও নৃশংস ঘটণাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবানকি জেলার নারায়ণ পুর্ভা গ্রামে। শান্তি ও পুনর্জন্মের আশায় কালি দেবীর সামনে নিজের আট মাস বয়সী ছেলেকে বলি দিয়েছেন এক পাষণ্ড পিতা।

জানা গেছে, শুক্রবার সকালে চৌরাসিয়া তার স্ত্রীর অজান্তে আট মাস বয়সী সন্তানকে নিয়ে স্থানীয় কালি মন্দিরে যান প্রার্থণা করতে। সেখানেই কালির হাতের খর্গ দিয়ে তিনি ছেলেকে বলি দেন। ঘটনার কিছুক্ষণ পর চৌরাসিয়ার স্ত্রী মন্দিরে গিয়ে রক্তাক্ত অবস্থায় ছেলের লাশ দেখতে পান। কিন্তু, স্বামীকে কোথাও পান না। সন্তানহারা মায়ের গগনবিদারি কান্নায় ছুটে আসেন গ্রামবাসী। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে চৌরাসিয়াকে ধরে পুলিশে দেন সবাই।

গ্রেপ্তারের পর রাজকুমার চৌরাসিয়া নামে ওই ব্যক্তি পুলিশের কাছে বলেন, দেবী কালি স্বপ্নের মাধ্যমে তাকে তার সন্তানকে বলি দেয়ার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, রাজকুমার চৌরাসিয়া স্থানীয়ভাবে হিমান্ত নামে পরিচিত। ছেলের জন্মের পর থেকেই হিমান্ত তাকে হত্যার সুযোগ খুঁজছিল। সে মনে করে বলি দিলে জীবনে সুখ ও শান্তি পাওয়া যায়। সে তার এই ঘটনা নিয়ে অনুতপ্ত নয় বলেও জানায় পুলিশ।

চৌরাসিয়াকে গ্রেপ্তার করে তিনি মানসিকভাবে বিকারগ্রস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।